না গেলে মিস্ করবেন, বাংলার সবচেয়ে বড় মেলা হয় এখানে…

না গেলে মিস্ করবেন, বাংলার সবচেয়ে বড় মেলা হয় এখানে…

বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর এই পার্বণের মধ্যে এখন আরো একটি পার্বণ যুক্ত হয়েছে মেলা। আর সেই মেলার খোঁজ দিতেই আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় আগামী কিছু মেলার সন্ধান।

 কোলকাতা

সংগীত মেলা 2025 (2 থেকে 8 জানুয়ারি)

শুরু হয়ে গেছে সংগীত মেলা, আমাদের সবার প্রিয় রবীন্দ্র সদনে (কোলকাতা) 2nd জানুয়ারি থেকে মেলা চলবে 8th জানুয়ারী পর্যন্ত। বিভিন্ন কলাকৌশলী এখানে সঞ্চালন করবেন বিকেল পাঁচটা থেকে।

কোলকাতা আন্তর্জাতিক বইমেলা 2025 : (28 জানুয়ারি থেকে 9 ফেব্রুয়ারী)

কলকাতা বইমেলার এবারের থিম জার্মানি। বইমেলা শুরু হচ্ছে ২৮ শে জানুয়ারি শেষ হবে ৯ই ফেব্রুয়ারি। এখনো অব্দি ১০৫০ টি স্টলের আবেদন পত্রের ছাড়পত্র দেওয়া হয়েছে। মেলাতে উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও ২৮ বছরের বইমেলায় কলকাতায় এই প্রথম বার নেই বাংলাদেশের নাম। মেলাটি অনুষ্ঠিত হবে সেন্ট্রাল পার্ক সেক্টর টু সল্টলেক বিধাননগর বইমেলা প্রাঙ্গনে। এশিয়ার মধ্যে সবথেকে বৃহত্তম বইমেলা হলো কলকাতার এই আন্তর্জাতিক বইমেলা।

দক্ষিণ ২৪ পরগনা

গঙ্গাসাগর মেলা 2025 (10 থেকে 18 জানুয়ারী)

আর মাত্র কয়েক দিনের অপেক্ষা, তারপর হবে প্রতীক্ষার অবসান। শুরু হতে চলেছে গঙ্গাসাগর মেলা ২০২৫। মেলা প্রাঙ্গণ আমাদের সকলের জানা, সাগর দ্বীপ যেটি দক্ষিণ চব্বিশ পরগনার অন্তর্গত। মেলার প্রস্তুতি প্রায় শেষ। থাকছে প্রায় তেরো হাজার পুলিশ কর্মী আমাদের নিরাপত্তার জন্য। গঙ্গাসাগর মেলা পশ্চিমবঙ্গের বৃহত্তম মেলা।

বাঁকুড়া 

বাঁকুড়া বইমেলা 2025 (14 জানুয়ারি থেকে 20 জানুয়ারি)

শুরু হতে চলেছে বাঁকুড়া বইমেলা। (Created by Amader Bankura) মেলাটি হবে পুলিশ স্টেশন প্রাঙ্গণে। বইয়ের সাথে আমাদের নিবিড় সম্পর্ক আর সেই সম্পর্কের কে চিরস্থায়ী করতে প্রতিবার শীতকালে বিশেষ করে শুরু হয় বিভিন্ন জায়গায় বইমেলা।বাঁকুড়াও সেই জায়গায় পিছিয়ে নেই। শুধু বই না, এই মেলায় থাকছে আরো আকর্ষণীয় বিভিন্ন জিনিস। বাঁকুড়াবাসী তাই যে কোনদিন ঘুরে আসতে পারেন এই মেলা।মেলাটি অনুষ্ঠিত হচ্ছে ১৪ই জানুয়ারি থেকে ২০ জানুয়ারির মধ্যে।

বিষ্ণুপুর মেলা 2025 (নির্ধারিত দিন অঘোষিত)

ঠিক যে সময় পশ্চিমবঙ্গের মানুষ মেতে থাকে পৌষ মেলা নিয়ে সেই সময় বিষ্ণুপুরবাসীকে আনন্দ দিতে শুরু হয় বিষ্ণুপুর মেলা। যে সময় আমাদের পৌষ মেলার শুরু হয় ঠিক একই সময় শুরু হয় বিষ্ণুপুর মেলা। ২০২৫ সালে ও এর কোন অন্যথা হচ্ছে না। শুরু হতে চলেছে বিষ্ণুপুর মেলা। যেহেতু বাংলা ক্যালেন্ডারে পৌষ মাসের সপ্তম দিনে পৌষ মেলা উদযাপিত হয়, ঠিক একই সময়ে বিষ্ণুপুর মেলার আয়োজন করা হয় বাঁকুড়ায়।

এটি চার দিনের মেলা, যদিও 2025 এর মেলার দিনগুলি এখনও ঘোষণা করা হয়নি৷

পশ্চিমবঙ্গের বিষ্ণুপুর শহরের মদনমোহন মন্দিরের চারপাশে অনুষ্ঠিত হয় এই মেলা।

Image Courtesy: https://bishnupurmela.com/

বর্ধমান 

কৃষ্ণসায়ার উৎসব 2025 (3 থেকে 12 জানুয়ারি)

শুভ সূচনা হয়ে গেছে, কৃষ্ণসায়ার উৎসব বা ফুল মেলার, বর্ধমানের কৃষ্ণসায়ার পার্কে। এই পার্কটি বর্ধমানের গোলাপবাগে অবস্থিত একটি পার্ক যেখানে প্রতিবছর জানুয়ারি মাসে শুরু হয় ফুল মেলা। বিভিন্ন দোকান, খাবারের স্টল, হাতের কাজের জিনিসের সাথে থাকে বিভিন্ন ফুলের আর গাছের সমারোহ। চোখ জুড়ানো এই ফুলের সমারোহ দেখতে বর্ধমানবাসী তাই ভিড় করেন এই মেলাতে। জানা অজানা বিভিন্ন ফুল আর গাছের সমারোহ দেখতে যদি আপনিও ভালোবসেন তাহলে অবশ্যই যেতে পারেন এই মেলায়। 

বর্ধমান স্টেশন থেকে গোলাপবাগগামী যে কোন টোটো বা বাস আপনাকে পৌঁছে দেবে গোলাপবাগ মোড়ে। সেখান থেকে আপনি যেতে পারেন টোটো বা বাসে অথবা স্টেশন থেকে যে সমস্ত টানা বাস গোলাপবাগের ভেতরে যায় সেই বাসে আপনি সরাসরি যেতে পারেন গোলাপবাগের কৃষ্ণসায়ার পার্ক।

দুর্গাপুর 

দুর্গাপুর কল্পতরু মেলা 2025 (1 থেকে 10 জানুয়ারি) 

দুর্গাপুর স্টেশন এর খুব কাছে গ্যামন ব্রিজের মেলা প্রাঙ্গণে শুরু হয়েছে কল্পতরু মেলা। শুধু মেলা নয় এই মেলার সাথে আছে বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান। দুর্গাপুরবাসীর বিভিন্ন উৎসবের মধ্যে তাই জায়গা করে নিয়েছে এই কল্পতরু উৎসব।

স্টেশন থেকে গ্যামন ব্রিজের দিকে আসার পথে বাঁদিকের বড় মাঠটি জুড়ে হয় এই মেলা প্রতিবছর। হিরে থেকে জিরের মতন এই মেলায় আপনি পাবেন সর্বনিম্ন জিনিসপত্র থেকে শুরু করে, দৈনন্দিন ব্যবহারিক জিনিস জামাকাপড় এবং কাঠের খাট আলমারি অবধি। সিটি সেন্টারগামী যে কোন বাস ধরে গ্যামন ব্রিজ নেমে আপনি তাই স্টেশন থেকে চলে আসতে পারেন এই মেলায়।

বীরভূম

শান্তিনিকেতন পৌষ মেলা 2025 (৭ই পৌষ)

প্রতিবছর ৭ই পৌষ এই মেলা অনুষ্ঠিত হয় বীরভূম জেলার শান্তিনিকেতনে। আনুষ্ঠানিকভাবে এই মেলা থাকে তিন দিন। তবে বিক্রেতারা মাসের শেষ পর্যন্ত এই মেলায় থাকতে পারেন নিজেদের ব্যবসার জন্য। এটি স্থানীয় কারিগর এবং শিল্পীদের প্রতিভা প্রদর্শনের একটি জায়গা। এই মেলার বিশেষ আকর্ষণ হল লোকসংগীত, বাউল এবং গ্রামীণ কারু শিল্প।

জয়দেব কেন্দুলি মেলা 2025 (14 জানুয়ারি 2025)

কেন্দুলি মেলা পশ্চিমবঙ্গের বীরভূম জেলার জয়দেবের কেন্দুলি গ্রামে অনুষ্ঠিত হয়। এই মেলাকে জয়দেব মেলা বা জয়দেব-কেন্দুলি মেলাও বলে। আবার এটি বাউল মেলা নামেও পরিচিত। প্রতিবছর মকর সংক্রান্তির দিন মেলাটি অনুষ্ঠিত হয়। প্রতিবছরের মত এই বছরও অনুষ্ঠিত হবে এই মেলা 14ই জানুয়ারি। গীতগোবিন্দ রচয়িতা কবি জয়দেব এই গ্রামে জন্মগ্রহণ করেন বলে এই মেলার নাম জয়দেব মেলা।

সাধারণত গ্রামের মানুষের প্রয়োজনীয়তা পূরণ করে এই মেলা। মেলায় রান্নার পাত্র থেকে শুরু করে মাছ ধরার জাল সবই বিক্রি হয়। মেলার সাথে আপনি উপভোগ করতে পারবেন বাউল সংগীত, তাই এই মেলা কে বাউল মেলাও বলা হয়। গ্রামের মনোরম পরিবেশে ঘুরে আসতে একদিনের জন্য এই মেলাটি অতুলনীয়।

নতুন বছরের শুরুতে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার সেরা কিছু মেলার খোঁজ নিয়ে আমরা এলাম আপনার কাছে। ভালো থাকুন সুস্থ থাকুন।

মনে রাখবেন “মেলা হল জীবনের ছোট ছোট মুহূর্তগুলির উদযাপন, যা আনন্দ এবং সুখ নিয়ে আসে।”

ভবঘুরের পক্ষ থেকে সবার জন্য শুভকামনা রইলো। 

ধন্যবাদ।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *