নাম বদলে যাচ্ছে দিল্লী-কোলকাতা-মুম্বাই-চেন্নাই হাইওয়ের? ১৯৯৯ এর পর প্রথমবার!

নাম বদলে যাচ্ছে দিল্লী-কোলকাতা-মুম্বাই-চেন্নাই হাইওয়ের? ১৯৯৯ এর পর প্রথমবার!

ভ্রমণ করতে ভালোবাসেন? অথচ এগুলো জানেন কি? চলুন কিছু অসাধারণ “সাধারণ জ্ঞান” নিয়ে কথা বলি।
ঘুরতে যেতে আমরা সবাই ভালবাসি। বাঙালি হলো ভ্রমণ পিপাসু জাতি। তার সাথে ভ্রমণ সংক্রান্ত কিছু সাধরণ জ্ঞান বাড়াতে পারলে মন্দ কি? হয়তো কোথাও কখনও ঘুরতে গিয়ে এই জ্ঞান আমাদের কাজে লেগে গেলো! চলুন তাহলে শুরু করা যাক।
জানেন কি ভারতের সব চেয়ে ব্যস্ততম রেলওয়ে স্টেশন কোনটি?
আমরা অনেকেই এর উত্তর হাওড়া স্টেশন ভেবে ভুল করি। কিন্তু উত্তর টি হবে ছত্রপতি শিবাজী টার্মিনাস।


আচ্ছা বলুন তো কোন হাইওয়ে কে “Golden Quadrilateral” বলা হয়? “Golden Quadrilateral” মানে হল সোনালী চতুর্ভুজ। এই সোনালী চতুর্ভুজ যে হাইওয়ে কে বলা হয় তা বলার কারণ হলো এটি চারটি বিশেষ শহর কে যুক্ত করেছে। এগুলি হলো দিল্লী, কোলকাতা মুম্বাই এবং চেন্নাই। আরো অনেক কারণের মধ্যে এটি হলো বিশেষ কারণ যার জন্য একে GQ বা Golden Quadrilateral বলা হয়। আশা করি এবার বুঝতে পারছেন আমি কোন হাইওয়ে এর কথা বলছি! আজ্ঞে হয় একদম ঠিক ধরেছেন এটি হলো আমাদের সবার পরিচিত NH2। যার তৈরীর কাজ শুরু হয় 1999 সালে এবং শেষ হয় 2012 সালে যা এই চারটি শহর কে একটি চতুর্ভুজের আকারে যোগ করে রেখেছে।
বলতে পারবেন ভারতের কোন রাজ্য কে “Land of gods” বলা হয় এবং কেনো?
উত্তর হলো উত্তরাখণ্ড কে। এর সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, আধ্যাত্মিক তাৎপর্য এবং অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের কারণে একে “দেবভূমি” বা “Land of gods” বলে।
গোলাপী শহর কোন ভারতীয় শহরকে বলে এটা আমাদের কারো অজানা নয় কিন্তু কেনো বলা হয় জানেন কি?
আমরা সবাই জানি জয়পুর কে গোলাপী শহর বা “pink city” বলা হয়,কিন্তু কেনো বলা হয় সেটা অনেকের অজানা। জয়পুরকে “পিঙ্ক সিটি” বলা হয় কারণ শহরটির বেশিরভাগ ভবন গুলালি বা গোলাপী রঙের। ১৮৭৬ সালে, রাজা রাম সিং ব্রিটিশ রানী ভিক্টোরিয়ার স্বাগত জানানোর জন্য শহরটির সমস্ত ভবনকে গুলালি বা গোলাপী রঙ করেছিলেন। তারপর থেকে, জয়পুর “পিঙ্ক সিটি” হিসাবে পরিচিত হয়ে আসছে।
বলুন দেখি কোন ভারতীয় শহর কে “city of Lakes” বলে?
উত্তর হবে উদয়পুর। উদয়পুরকে “হ্রদের শহর” বলা হয় কারণ এই শহরে প্রায় ৫টি বড় হ্রদ রয়েছে। এই হ্রদগুলি হলো:


১. পিচোলা হ্রদ
২. উদয় সাগর হ্রদ
৩. ফতেহ সাগর হ্রদ
৪. স্বারূপ সাগর হ্রদ
৫. দুধ তালাই হ্রদ
এই হ্রদগুলি উদয়পুরের সৌন্দর্য বৃদ্ধি করেছে এবং শহরটিকে পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য করে তুলেছে।
সাধারণ জ্ঞান এর ঝালাই করতে গিয়ে আজ কিছু নতুন বিষয় আমাদের জ্ঞানের ঝুলি ভর্তি করলো। আমাদের দেশের এই সব অজানা তথ্য জেনে আমরা আরো সমৃদ্ধ হবো এবং ভ্রমণের পিপাসা মেটাতে থাকবো।
মনে রাখবেন “ভ্রমণ হল জীবনের সেরা শিক্ষা।”
ভালো থাকুন, সুস্থ থাকুন ঘুরতে থাকুন। ভবঘুরে এর পক্ষ থেকে সবার জন্য শুভ কামনা রইল।
ধন্যবাদ।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *