মহাকুম্ভের মহালগ্নে…

মহাকুম্ভের মহালগ্নে…

শুরু হয়েছে ভারতের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান কুম্ভমেলা (Maha Kumbh 2025). শুধু ভারত না, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অগণিত ভক্ত, সাধু থেকে শুরু করে অঘোরী, তান্ত্রিক, পুণ্যার্থীর মিলন মেলা এই মহাকুম্ভ। উত্তরপ্রদেশের (UP) ত্রিবেণী সঙ্গম প্রয়াগরাজে এই মেলা শুরু হয়েছে 13th জানুয়ারী, চলবে 26th জানুয়ারী অবধি। এই বছর মহাকুম্ভের মহালগ্নের যোগটি হয়েছে ১৪৪ বছর পর যা এই বছরের মূল আকর্ষণ। এই মিলন মেলার উদ্দেশ্য মূলত এই পুণ্য লগ্নে স্নান করে পাপের ক্ষয় করা।
এই মেলা ঠিক কবে শুরু হয়েছিল তা সঠিক ভাবে বলা না গেলেও এই মেলা যে প্রায় কয়েকশো বছরের পুরোনো তাতে কোনো সন্দেহ নেই।

নানা মুনির নানা মত এই মেলা নিয়ে। কারো মতে অষ্টম শতাব্দীতে দার্শনিক তথা সাধু আদি শঙ্করাচার্য ভারত (India/ Bharat) জুড়ে বিভিন্ন মঠ প্রতিষ্ঠা ও ধর্মের সমাবেশ করেন তখনি তাঁর হাত ধরে এই মেলার সূচনা, যদিও অনেকের মতে উনিশ শতকের আগে ভারতে এত বড় তীর্থ যাত্রার কোনো প্রমান পাওয়া যায় না।
কুম্ভ মেলার সূচনা নিয়ে পৌরাণিক ব্যাখ্যাও রয়েছে। বলা হয় সমুদ্র মন্থনের পর অমৃতের ঘড়া উঠে আসতেই তার দাবি করেন অসুরেরা এর পর সেই ঘড়া নিয়ে দেবতা এবং অসুরের মধ্যে বড় দিন ধরে যুদ্ধ চলে, সেই সময়ে পৃথিবীর চার স্থানে চার ফোঁটা অমৃত পড়ে, শেষে ভগবান বিষ্ণু মোহিনী অবতারে অমৃত বন্টন করে যুদ্ধের অবসান ঘটান। অমৃত পড়ার সেই চার স্থান যথাক্রমে প্রয়াগরাজ, হরিদ্বার, উজ্জয়িনী এবং নাসিক যেখানে গ্রহের অবস্থান দেখে আয়োজন করা হয় কুম্ভ মেলা। কথিত আছে মোট বারোটি কুম্ভ রয়েছে যার চারটি পৃথিবীতে এবং আটটি দেবলোকে।

কুম্ভমেলা কোথায় হয়?
মূলত গ্রহের অবস্থান অনুযায়ী ভারতের চারটি স্থানে এই মেলা হয়ে থাকে। জায়গাগুলি হলো,

প্রয়াগরাজ (Triveni Sangam, UP)

হরিদ্বার (Uttarakhand)

নাসিক (Maharashtra, 170 KM from Mumbai)

উজ্জয়িনী (M.P. 56 KM from Indore)

কুম্ভমেলার প্রকারভেদ :

সাধারণত চার রকমের কুম্ভমেলার আয়োজন করা হয়ে থাকে।

1. মহাকুম্ভ : মহা কুম্ভ অনুষ্ঠিত হয় ১৪৪ বছর অন্তর। বারো বছরের পূর্ণ কুম্ভের বারোটি চক্র পূর্ণ হলে তবেই তৈরি হয় মহাকুম্ভের যোগ। বলা বাহুল্য কোনো মানুষ তার পুরো জীবনে সৌভাগ্যক্রমে একবার এই মহাকুম্ভে যাওয়ার সুযোগ পান। এই বছর অর্থাৎ ২০২৫ সালে আমরা এই মহা কুম্ভে যোগদান করার সুযোগ পেয়েছি। ১৪৪ বছর পর এই মহা কুম্ভ উত্তর প্রদেশের প্রয়াগরাজ এ পালিত হচ্ছে।

2. পূর্ণকুম্ভ : প্রতি বারো বছর অন্তর প্রয়াগরাজে গঙ্গা, যমুনা এবং সরস্বতীর সঙ্গমে এই পূর্ণকুম্ভ আয়োজিত হয়।

3. অর্ধকুম্ভ : প্রত্যেক ছয় বছর অন্তর গ্রহের অবস্থান দেখে অর্ধকুম্ভের আয়োজন করা হয় প্রয়াগরাজ অথবা উজ্জয়িনীতে।

4. কুম্ভ : প্রত্যেক তিন বছর অন্তর গ্রহের অবস্থান অনুযায়ী কুম্ভ মেলা আয়োজিত হয়। গ্রহের অবস্থান অনুযায়ী নির্ণয় করা হয় চার কুম্ভের মধ্যে কোন স্থানে এই মেলা হবে।

Image Courtesy: Instagram of Anchor Harsha Richhariya

মহাকুম্ভ 2025 কোথায় হচ্ছে এবং কিভাবে যাবেন ?

এই বছর ১৪৪ বছর পর এই মহাকুম্ভের আয়োজন করা হয়েছে। মেলাটি হচ্ছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে। মেলা শুরু হয়েছে ১৩ই জানুয়ারী এবং চলবে ২৬শে জানুয়ারী পর্যন্ত। প্রায় চল্লিশ কোটি ভক্তের সমাগম হবে বলে মনে করা হচ্ছে এই মেলায় এবং সেই অনুযায়ী সুষ্ঠূভাবে পরিচালনা করার জন্য বিভিন্ন বন্দোবস্ত করেছে উত্তরপ্রদেশ প্রশাসন। রয়েছে বিদেশী ভক্তদের ভিড় উপচে পড়ার সম্ভাবনা।

প্রয়াগরাজ পৌঁছানো যাবে সড়ক, রেল এবং আকাশ পথে।

সড়ক : নিজস্ব গাড়ি ছাড়াও উত্তরপ্রদেশ সরকারের তরফ থেকে ব্যবস্থা করা হয়েছে প্রায় আট হাজার বাসের, যেগুলি ৭৫ টি পয়েন্ট থেকে ছাড়বে। তাছাড়াও করা হয়েছে প্রায় পাঁচশোটি শাটল বাসের যেগুলি বিভিন্ন এলাকা থেকে পৌঁছাবে প্রয়াগরাজে।

এছাড়াও দিল্লী, হরিয়ানা, ইউপি, উত্তরাখন্ড, বিহার, ঝাড়খন্ড, হিমাচলপ্রদেশ, ছত্তিসগড়, রাজস্থান, মাধ্যাপ্রদেশ থেকে থাকছে সরাসরি বাসের ব্যবস্থা।

রেল :  শুধুমাত্র এই মেলার জন্য ভারত সরকারের তরফ থেকে প্রায় ১৩ হাজার স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। ট্রেনের সময় এবং ভাড়া দেখতে পারবেন এবং আগাম বুকিং করতে পারবেন IRCTC app থেকে।
প্রয়াগরাজ জংশন (PRYJ – formerly known as Allahabad Junction) অথবা প্রয়াগরাজ সঙ্গম এর ট্রেন টিকিট বুকিং করতে হবে ট্রেনে যেতে গেলে। স্টেশন থেকে মেলা অবধি পৌঁছানোর জন্য রয়েছে বিভিন্ন ব্যবস্থা।

Image Courtesy: Apurv013

যদি আপনি প্রয়াগরাজ সঙ্গম এর জন্য টিকিট বুক করে থাকেন তবে সেক্ষেত্রে আপনি হেঁটে যেতে পারেন, সময় লাগবে, ৩০ মিনিট মতো; দূরত্ব 2 কিমি। স্টেশন থেকে সাইকেল রিকশাও বা ই-রিক্সায় আপনি পৌঁছে যেতে পারবেন, সেক্ষেত্রে ভাড়া ৫০ থেকে ৭০ টাকা।
প্রয়াগরাজ জুনক্শন থেকে মেলা প্রাঙ্গন একটু দূরে হওয়ায় হেঁটে যাওয়া সম্ভব হয়না তবু কেউ যেতে চাইলে সেক্ষেত্রে সময় লাগবে ২ ঘন্টা মতো, দুরাত্মা প্রায় ৬ কিমি।
অটো রিক্সা বা সাইকেল রিক্সা করে গেলে সেক্ষেত্রে ভাড়া ১৫০ থেকে ২০০ টাকা, তবে অবশ্যই দরদাম করে নিতে হবে। এছাড়া আপনি বাসেও যেতে পারেন, ভাড়া ২০ থেকে ৩০ টাকা।

বিমানপথ : কুম্ভমেলার সবচেয়ে কাছের এয়ারপোর্ট হলো প্রয়াগরাজ বিমানবন্দর (Bamrauli Airport) যেটি মেলা প্রাঙ্গন থেকে ১২ কিমি দূরে অবস্থিত। যদিও এই এয়ারপোর্ট এ খুব অল্প সংখ্যাক বিমান যাতায়াতের ব্যবস্থা আছে।
এয়ারপোর্ট থেকে বাস , অটো অথবা ট্যাক্সি ভাড়া করে আপনি মেলা প্রাঙ্গন অবধি পৌঁছতে পারেন।

https://www.aai.aero/en/node/75695
Image Courtesy: Airports Authority of India

এয়ারপোর্ট টার্মিনাল থেকে বেরিয়ে বাসস্ট্যান্ড গিয়ে বাস ধরতে হবে, ভাড়া ৫০ টাকা, বাস ধরে প্রয়াগরাজ জংশন বা সিভিল লাইনস নামতে হবে। সেখান থেকে যেতে হবে মেলা প্রাঙ্গন। অটোরিক্সাতে সময় লাগবে ৪০ থেকে ৪৫ মিনিট, ভাড়া ২০০ থেকে ২৫০ টাকা।
এয়ারপোর্ট থেকে বেরিয়ে অটো স্ট্যান্ড থেকে অটো ধরে সরাসরিও পৌঁছে যেতে পারেন গন্তব্যে। সময় লাগবে ৪০ থেকে ৪৫ মিনিট, ভাড়া পড়বে ৩৫০ থেকে ৪০০ টাকা।

আপনি ভাগ্যবান তাই এই পুণ্য লাভের সুযোগ আপনি পেয়েছেন নিজের জীবনে। আর কুম্ভমেলার সব খুঁটিনাটি এখন আপনার নখদর্পনে, তাই আর চিন্তা না করে বেরিয়ে পড়ুন পুণ্য লাভের উদ্দেশ্যে।

ভালো থাকুন সুস্থ থাকুন।

মনে রাখবেন “We have nothing to lose and a world to see”

ভবঘুরের পক্ষ থেকে সবার জন্য শুভকামনা রইলো।

ধন্যবাদ।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *